রূপকথা

সমাজ টা আরো সুন্দর হত , যদি ভোগ করার কথা কম ভেবে , মানুষ বেশী উপভোগ করতো. সমাজ টা আরো সুন্দর হত​ , যদি ইর্সা থাকতো , বদনাম নয়. রাগ থাকতো , অপমান নয়. পেশা থাকতো , পেশাগত গালাগালি নয়. হয়তো সমাজ টা আরো সুন্দর হত​ , যদি মনুষ্যত্ব থাকতো , অ মানুষ ন​য়.

অসমাপ্ত ভাবনা

আজ যেন সব অন্যরকম. সকলে তার চেনা ছন্দে চলতে অরাজি. বিশেষ করে অন্তর টা. ওকে তো এতো দ্বিধাগ্রস্থ দেখিনি আগে কোনোদিন . কোনো সিদ্ধান্তে পৌঁছতেই অক্ষম সে আজ. সকাল থেকে কতকিই না ভেবে চলেছে. আর স্পন্দন টার  আজ এতো কিসের তাড়া কে জানে, যেন সব কাজ এখুনি সেড়ে রাখতে চায় সে. ওদিকে আবেগ টাকে দেখো, অন্যদিন পাত্তাই পাওয়া যায় না এতো , কিন্তু আজ তার আসা যাওয়া লেগেই রয়েছে আমার বাসায়. দৃষ্টি টা তো সকাল থেকে বকা খাচ্ছে সবার কাছে,  খুব অবাধ্য হচ্ছে সে আজ, বারংবার  রাস্তার ওই মোড়ে কাকে খুঁজছে. শুধু আমার কিন্তু একটুও বাচালতা নেই . আমি স্থির হয়ে চুপটি করে বসে রয়েছি জানালার কাছে ,  তোর অপেক্ষায় . আজ যে তুই আসবি বলেছিলিস. না হয় শেষ বারের জন্যই, তবু আসিস. না হয় তোর জ্বালিয়ে যাওয়া আলো নিভিয়ে দিতে, তোর গুছিয়ে দেওয়া ঘর অগোছালো করে  দিতে, ভালোবাসতে তো তুইই শিখিয়ে ছিলিস, না হয় সে শিক্ষা ভুল বলতেই,   তবু আসিস . আমরা সবাই তোর অপেক্ষায়.

Comments

Popular posts from this blog

রূপকথা

এক পলকে

ঝালমুড়ি