Posts

রূপকথা

সমাজ টা আরো সুন্দর হত , যদি ভোগ করার কথা কম ভেবে , মানুষ বেশী উপভোগ করতো. সমাজ টা আরো সুন্দর হত​ , যদি ইর্সা থাকতো , বদনাম নয়. রাগ থাকতো , অপমান নয়. পেশা থাকতো , পেশাগত গালাগালি নয়. হয়তো সমাজ টা আরো সুন্দর হত​ , যদি মনুষ্যত্ব থাকতো , অ মানুষ ন​য়.

অসমাপ্ত ভাবনা

আজ যেন সব অন্যরকম. সকলে তার চেনা ছন্দে চলতে অরাজি. বিশেষ করে অন্তর টা. ওকে তো এতো দ্বিধাগ্রস্থ দেখিনি আগে কোনোদিন . কোনো সিদ্ধান্তে পৌঁছতেই অক্ষম সে আজ. সকাল থেকে কতকিই না ভেবে চলেছে. আর স্পন্দন টার   আজ এতো কিসের তাড়া কে জানে , যেন সব কাজ এখুনি সেড়ে রাখতে চায় সে. ওদিকে আবেগ টাকে দেখো , অন্যদিন পাত্তাই পাওয়া যায় না এতো , কিন্তু আজ তার আসা যাওয়া লেগেই রয়েছে আমার বাসায়. দৃষ্টি টা তো সকাল থেকে বকা খাচ্ছে সবার কাছে ,   খুব অবাধ্য হচ্ছে সে আজ , বারংবার   রাস্তার ওই মোড়ে কাকে খুঁজছে. শুধু আমার কিন্তু একটুও বাচালতা নেই . আমি স্থির হয়ে চুপটি করে বসে রয়েছি জানালার কাছে ,   তোর অপেক্ষায় . আজ যে তুই আসবি বলেছিলিস. না হয় শেষ বারের জন্যই, তবু আসিস. না হয় তোর জ্বালিয়ে যাওয়া আলো নিভিয়ে দিতে , তোর গুছিয়ে দেওয়া ঘর অগোছালো করে   দিতে , ভালোবাসতে তো তুইই শিখিয়ে ছিলিস , না হয় সে শিক্ষা ভুল বলতেই ,    তবু আসিস . আমরা সবাই তোর অপেক্ষায়.

হেডলাইট

দশ পনের মিনিটের বেশী হয়ে গেছে cafe টিতে এসেছি , আর সুশ্রীর সাথে এখনো অবধি তেমন বিশেষ কিছু কথা হয়নি .দুজনেই কফির কাপে নীরবে চুমুক দিয়ে চলেছি সাত পাঁচ ভাবতে ভাবতে .এই জায়গা টিতে সুশ্রী আগেও এসেছে কয়েকবার , ওর দিদি আর আমার সাথে . তফাৎ এই যে , এবারটায় ওর দিদি অর্থাৎ শুভশ্রী নেই . শুভশ্রী -আমার জীবনের হাজারটি ব্যর্থতার মাঝে একটি সফলতা , আর একটি অসম্পূর্ণ অধ্যায় . সম্পর্কটি ভেঙে গেছে আজ কয়েক মাস হলেও সুশ্রী মাঝে মধ্যে আমায় ওর দিদির সব কথা জানায় . ধ্বংস হয়ে যাওয়া নক্ষত্রের বিকিরিত রশ্মির মতো এই সম্পর্কটিও কোনো না কোনো ভাবে মরেও বেঁচে রয়েছে . কিন্তু এই ফলের প্রত্যাশা তো ছিল না আমার . শৈশবের পছন্দের মেয়েটিকে যখন যৌবন কালে নিজের করে পেলাম , স্বপ্নপূরণ হওয়ার মতো লেগেছিলো , এক পরশপাথরের ছোয়ায় উদ্দেশ্যহীন এই এলোমেলো জীবনটার বাকি পথ টা যেন আলোকময় হয়ে উঠেছিল . বুঝিনি   তখন , যে এক কালবৈশাখী ঝড়ে সবটা তোলপাড় করে রেখে দেবে . হয়তো কালো মেঘ আকাশে আগে থেকেই জমাট বাঁধছিলো , শুধু আমিই  তা দেখিনি , হয়তো দেখতে চাইনি . "যেটা দেবে বলেছিলে , কোথায় ? " - কফির কাপে একটি ছোট্ট চুমুক দিয়ে কাপটি টেবিলে প্

ঝালমুড়ি

" দাদা ঝালমুড়ি দেব নাকি   ?" - পার্কে প্রবেশ পথে নিত্য বসে থাকা ঝালমুড়িওয়ালা জিগেশ করলো. "না রে এখন না , জানিস তো সব , শুধোচ্ছিস কেন তবে ? " - হালকা হেসে উত্তর দিলাম. বাড়ি থেকে পায়ে হেঁটে পনের মিনিট মতো লাগে এই পার্ক টিতে আসতে. শান্তিতে মনোরম পরিবেশে বসে কিছু সাহিত্য রচনার তাগিদে এখানে আসা টা আমার বেশ পুরানো অভ্যাস . আর কয়েক বছর আগে সংযোজিত হয়েছে আরো একটি উদ্দেশ্য ; ওর কাজ থেকে ফেরার অপেক্ষা করা , তৎপর একত্রে বাসার দিকে পায়ে হেঁটে রওনা হওয়া , অভ্যাসগত ভাবে ওর কেনা ঝালমুড়ি খেতে খেতে . তার নাম সুলেখা - কিছুটা ছেলেমানুষ , খানিকটা যত্নশীল এবং পুরোপুরি স্বনির্ভর এক নারী , আমার প্রেম ; তবে সেটি ওকে জানানো হয়নি কখনো , তা সে সঠিক সময়ের অপেক্ষাতেই হোক বা ওকে হারানোর ভয়ে ; যদি ও বন্ধু থেকে বেশি এগোতেই না চায় এই সম্পর্ক টিকে . "প্রদীপ তোর আবোল তাবোল লেখাগুলো হলো ?" - পিছন থেকে সুলেখার ইষৎ উচ্চ কণ্ঠস্বরে কথাটি কানে এলো. লিখতে লিখতে খেয়ালই করিনি যে , ওর ফেরার সময় হয়েছে . "এ তো সবে শুরু , সারা জীবন লিখে যাওয়ার ইচ্ছা আছে" - ঘাড় টি কিছুটা ঘুরিয়ে আড় চোখে ওর

এক পলকে

সকাল থেকে বিছানার উপর ল্যাপটপ এ মুখ গুঁজে বসে আছি   অভিমান করে , হয়তো রাগও করেছি . আর এসব যাকে ঘিরে সে দিব্বি গুনগুন করতে করতে ছাদে শুকোতে দেওয়া জামাকাপড় গুলো নিয়ে ঘরে ঢুকলো ; শ্রেয়া , আমার স্ত্রী - আমার এই পাঁচ বছরের বিবাহিত জীবনের এক মাত্র রংমশাল . প্রেমে পড়েছিলাম বলতে পারি , ভালোবেসেছিলাম কি বাসিনি তা ভাবতে ভাবতেই বিয়ে টা করে ফেলেছিলাম . পাকা দেখার দিন শ্রেয়া আমায় বলেছিলো " শোন প্রদীপ , বিয়ের আগে এর চেয়ে বেশি বুঝে কাজ নেই , বিয়ের পর সারা জীবন পরে আছে বোঝার জন্য ." . " বিছানা ছেড়ে একটু উঠিস , চাদর টা পাল্টাবো " - শ্রেয়া ওর গুন্জন একটু থামিয়ে আমার দিকে না তাকিয়েই টেবিল এর উপর আমার ছড়িয়ে রাখা বই গুলো গোছাতে গোছাতে বললো . যদিও এই গোছানোর কাজ টা আমিই করি , কিন্তু মেজাজ বিগড়ে থাকায় আজ আর তাতে আগ্রহ দেখাইনি . আর মেজাজেরও   বা   কি দোষ , দিনে তিন বার দু চামচ চিনির সাথে চা না হলে যার হয় না , সেই মানুষ টি নাকি   আজ সকাল থেকে এক বারো চা পেলো না . আর তার কারণ হোলো গত সন্ধে বেলা আমার চা এর চিনি কম হওয়া নিয়ে ওর সাথে হওয়া একটু কথা কাটাকাটি . শেশমেশ আমি বলেছিলাম

Popular posts from this blog

রূপকথা

এক পলকে

ঝালমুড়ি